যশোরে চূড়ায় উঠছে ডেঙ্গুর সংক্রমণ, একদিনে শনাক্ত ২৩ রোগী
দীর্ঘদিন নিধন কার্যক্রম না থাকায় যশোর শহরে এখন দিনে-রাতে সমানে চলছে মশার রাজত্ব। আর ক্ষুদ্র এই পতঙ্গটির উৎপাতের মধ্যেই গত ২৪ ঘন্টায় জেলায় ২৩ জনের ডেঙ্গু সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে সংক্রমণের এমন ঊর্ধ্বমুখী তথ্য-পরিসংখ্যান থেকে ধারনা করা যাচ্ছে যে- যশোরে ডেঙ্গুর প্রকোপ হয়তো চূড়ায় চড়ছে। অথচ এই রোগের বাহক এডিস মশা নিধনে চোখে পড়ার মতো কোনো তৎপরতা নেই। তবে পৌর-কর্তৃপক্ষের দাবি, মশা নিধন কার্যক্রম চলমান রয়েছে।