যশোর জেলা যুবদলের সাবেক সভাপতি এহসানুল হক মুন্নার দাফন সম্পন্ন
যশোর জেলা যুবদলের সাবেক সভাপতি এহসানুল হক মুন্নার দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে তার মরদেহ যশোর জেলা বিএনপি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত তার কফিনে দলীয় পতাকা মুড়িয়ে দেন এবং কেন্দ্রীয় বিএনপির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা বিএনপি, নগর বিএনপি, সদর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।